ভিশন (Vision):
১। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এককভাবে দেশের শিশুদেরকে জটিল রোগের উন্নততর এবং আধুনিক বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি শিশু স্বাস্থ্য বিষয়ে দক্ষ মানব সম্পদ তৈরির কাজ করে আসছে।
২। শিশু স্বাস্থ্য সুরক্ষায় আমাদের অঙ্গীকার’ এ স্লোগান-কে সামনে রেখে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট শিশুদের রোগ নিরাময়ে সর্বোৎকৃষ্ট চিকিৎসা সেবা প্রদান করবে।
মিশন (Mission):
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অবকাঠামো ও বিশেষায়িত সুবিধাদি সম্প্রসারণের মাধ্যমে হাসপাতাল ও ইনস্টিটিউটকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে গৃহীত পরিকল্পনাসমূহ:
১। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বিদ্যমান অবকাঠামোর সম্প্রসারণসহ শয্যা সংখ্যা বৃদ্ধি করা;
২। শিশু স্বাস্থ্যের উন্নতি সাধন করার লক্ষ্যে আধুনিক সুবিধা সম্বলিত শিশু নতুন বিভাগ চালুকরণ যেমন ডিপার্টমেন্ট অব পেডিয়েট্রিক সার্জিক্যাল অনকোলজি, ডিপার্টমেন্ট অব পেডিয়েট্রিক থোরাসিক সার্জারী, ডিপার্টমেন্ট অব সার্জিক্যাল আইসিইউ এন্ড এইচডিইউ , ডিপার্টমেন্ট অব পেডিয়েট্রিক অপথ্যালমোলজি (চক্ষু), ডিপার্টমেন্ট অব পেডিয়েট্রিক অর্থোপেডিক্স, ডিপার্টমেন্ট অব অবস এন্ড গাইনী, ডিপার্টমেন্ট অব পেডিয়েট্রিক ট্রান্সপ্ল্যান্ট সার্জারী, ডিপার্টমেন্ট অব ট্রান্সফিউশন মেডিসিন;
৩। পেডিয়েট্রিক কার্ডিওলজি বিভাগে ক্যাথ ল্যাব, কার্ডিয়াক শয্যা, আইসিইউ, অপারেশন থিয়েটার, পোষ্ট অপারেটিভ ওয়ার্ডে, আনুষাঙ্গিক চিকিৎসা যন্ত্রপাতি, অফিস সরঞ্জামাদি ইত্যাদি সুবিধাদি সম্প্রসারণ; এবং
৪। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের গবেষণা ও রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি ।